1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

বান্দরবানে ভ্রমণের দুয়ার খুলছে

                 //
                     
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানে পর্যটক ভ্রমণের দুয়ার খুলছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া। অথবা যে কয়েক জায়গায় নিরাপত্তার ঝুঁকি আছে ওগুলো বাদ দিয়ে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সামনের পর্যটন মৌসুমটাতে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আছি।

এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এর আগে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার পর থেকে বিপাকে পড়ে এ খাতসংশ্লিষ্ট মানুষজন।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দিঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট