1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি পূরণের দাবিতে সমাবেশ

                 //
                     
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের জন্য প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি পূরণের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর জয়নুল আবেদীন পার্কে পরিবেশবাদী সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক পরিবেশ সচেতন মানুষ অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরেন। তারা এলএনজির মতো পরিবেশ বিনাশকারী ভুয়া প্রযুক্তির অবসান করে ভবিষ্যতের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, আমরা পরিবেশ ধ্বংস করে এমন উন্নয়ন চাই না যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সরকার মনোযোগী হবে এটাই আমাদের প্রত্যাশা। সরকার এবং দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কার্বন-ধারণ প্রযুক্তি এবং এলএনজির মতো জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রযুক্তিগুলোকে বর্জন এবং বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিতে হবে। যা পরিবেশ এবং সমাজ উভয়ের জন্য উপকারী।

তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করতে হবে। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম। এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন অন্যচিত্রের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার মুক্তা, জেলা নাগরিক আন্দোলনের পরিবেশ সম্পাদক মোস্তফা খায়রুল আলম তুহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট