1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

৭ নভেম্বরকে ‘জাতীয় দিবস’ হিসেবে ফিরিয়ে আনুন : বাংলাদেশ এলডিপি

                 
                     
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দিনটিকে আবারও জাতীয় দিবস হিসেবে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাত নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, মানুষকে অর্থনৈতিক মুক্তি দেন এবং দেশকে সম্মানের স্থানে নিয়ে যান। এই দেশকে আধুনিক ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিপ্লব সাধন করেছেন।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি গণতন্ত্র ও মুক্তমতের প্রচারে বিশ্বাসী রাষ্ট্রনায়ক ছিলেন। ৭ নভেম্বর জাতির জন্য তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি আশার আলো দেখেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তবায়ন দেখিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ৭ নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ এলডিপির শীর্ষ নেতৃদ্বয় বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে ‘ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ বাতিল করে। এই বাতিলের মধ্য দিয়ে দলটি তাদের বাকশালী নীতির প্রমাণ করেছে। এ কারণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট সরকারের বাতিল করা সেই দিবস ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে দিতে হবে জাতীয় দিবস ও ছুটি। দেশের জনগণের হৃদয়ে জিয়াউর রহমান অম্লান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট