ডেস্ক রিপোর্ট
কুমিল্লায় নির্যাতনের শিকার সেই হাতিটি উদ্ধার করায় বন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। শনিবার (৩১ আগস্ট) রাত ৮টা ৪৬ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।
পোস্টে নিলয় লিখেছেন, ‘এইভাবে সবাই আওয়াজ তুললে পশু নির্যাতন বন্ধ হবে। বন অধিদপ্তরকে ধন্যবাদ।’ পোস্টের সঙ্গে অভিনেতা নিলয় একটি ভিডিও জুড়ে দিয়েছেন। যেখানে দেখা যায়, হাতিটিকে উদ্ধারের পর গোসল করানো হচ্ছে।
এদিকে, নিলয়ের এই পোস্টে কমেন্ট করেছেন অনেক প্রাণীপ্রেমী। প্রবীর কুমার সরকার নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, প্রাণীর প্রতি অন্যায় বন্ধে আপনারও অনেক ভূমিকা আছে। আপনি নিয়মিত পোস্ট দেওয়ার ফলে সচেতনতা অনেক বেড়েছে।
প্রসঙ্গত, কুমিল্লার দাউদকান্দিতে একটি হাতিকে নির্মমভাবে পেটানো হচ্ছে, সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ দেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) হাতিটিকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাতিটিকে নির্যাতনে অভিযুক্ত মাহুতকেও আটক করা হয়েছে। এ ছাড়া হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে বন বিভাগের অভিযানে শনিবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণঞ্জের হাউজিং প্রকল্প এলাকা থেকে আরও একটি নির্যাতিত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। সেই সঙ্গে এই হাতিকে দিয়ে চাঁদা তোলার অভিযোগে চাঁদাবাজ মাহুতকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই হাতিটিকেও গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়।