ডেস্ক রিপোর্ট
সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম এ আদেশ দেন।
গ্রেপ্তাররা হলেন- কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের শহীদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), হামিদ সরদারের ছেলে মিঠুন সরদার ওরফে লিটন সরদার (৩১), পল্লীমঙ্গল গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে আবুল হোসেন (৫০), আইয়ুব গাজীর ছেলে কাজল গাজী (৩০), ছালাম সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২৭), জাহাঙ্গীর সরদারের ছেলে বাদশাহ (২০)।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের ভোমরখালি টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকার অবস্থায় তাদের আটক করেন বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ২টি নৌকা, ভেসালি জাল ২টি, বিষযুক্ত ৭০ কেজি মাছ ও ২টি বিষের বোতল জব্দ করা হয়।
ভোমরখালি বন টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলের জন্য ছোট কুকুমারী খালে আসামিদের বিষ দিয়ে মাছ শিকার করা অবস্থায় আটক করি।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।