1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

সাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, যেখানে আছড়ে পড়তে পারে ‘ডানা’

                 
                     
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

আগামী সপ্তাহে আবার ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়ায় এমন আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এপিবি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপরে আছড়ে পড়তে পারে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টি ডানা নামে নামকরণ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এপিবি লাইভ জানিয়েছে, আগামী সপ্তাহেই নিম্নচাপ দেখা দিতে পারে। ফলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশের তথ্যে বলা হয়েছে, অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হতে পারে। এটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা গুরুতর হচ্ছে। আগামী ২৪ থেকে ২৬ এ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ভারতে ওড়িশা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত যে কেনো জায়গায় এটি আছড়ে পড়তে পারে।

আবহাওয়াবীদরা বলছেন, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানলে ঘূর্ণিঝড়ের গতিবেগ অনেক বেশি হবে। তবে বাংলাদেশে আছড়ে পড়লে এর গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার তা কিছুটা কমতে পারে। তবে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে।

সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটি কী বাংলাদেশে আঘাত হানবে কি না জানতে চাইলে ওমর ফারুক বলেন, এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকেই এটি আঘাত হানতে পারে। তবে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না।

এদিকে আবহাওয়া অফিসের সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট