1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

সকলের সমান অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব—খুবি উপাচার্য

                 
                     
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মোঃ ইসমাইল হোসেন , খুলনাঃ  ইউএসএইড এর ১৬ দিনব্যাপী লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে আইনগত সহায়তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করে খুবি’র আইন ডিসিপ্লিন।

অনুষ্ঠানের বর্নাঢ্য শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, আইন ডিসিপ্লিনের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসানসহ আরো অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

বিকালের আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ জনাব মাহমুদা খাতুন।

তিনি বলেন, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা ও আইনের সমতা বিধানের রয়েছে । সকলের সমান অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ২০০০ সালের জানুয়ারি মাসে নাগরিক অ্যাক্ট পাশ হয় সংসদে। দেশের শিল্প ও অর্থনীতিতে নারীদের ভূমিকা ও অবদান থাকা সত্বেও নারীর প্রতি সহিংসতা কমেনি। নারীরা বাহিরে যেমন ঝুকির মধ্যে থাকে পরিবারেও তেমনি তারা অসুবিধার সম্মুখীন হয়। পৈতৃক সম্পত্তিতেও নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নারীরা অর্থাভাবে ও ভয়ভীতিসহ নানান সঙ্কটের জন্য আইনি সহয়তা থেকে বঞ্চিত হচ্ছে। ২০২০ সালে সরকার নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করা হলেও ধর্ষন থামছেনা। দেশের সর্বস্তরেই পুরুষতান্ত্রিক প্রবণতা বেশি যার ফলে একজন নারীর প্রতি সহিংসতার তীব্র হচ্ছে।

আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইউএসএইড আইন সহায়তা কার্যক্রমের (চিফ অব পার্টি) হেথার গোল্ডস্মিথ, খুলনার ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিস অফিসার মিসেস ফারাহ দিবা ছন্দা, জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন্স জাজ মো. ফয়সাল আল মামুন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিনের প্রধান জনাব পুনাম চক্রবর্তী। দিনব্যাপী এ অনুষ্ঠানে আইনি সহায়তা মূলক বিভিন্ন ফেসটুন প্রদর্শনীসহ কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট