1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

‘র‍্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিন কীভাবে পদোন্নতি পেল?’

                 
                     
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, র‍্যার ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন যাত্রাবাড়ীত আন্দোলন দমনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় এ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে। তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এমন একজন অফিসার কীভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাজা ভাঙা তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। তিনি দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গত কয়েক দিন যাধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, তা হলো আন্দোলন চলাকালীন সময়ে র‍্যার ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিনের। যাত্রাবাড়ীত আন্দোলন দমনে তিনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে।

আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। অন্য দিকে অন্তর্বর্তী সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে। আপনাদের বলব- জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাও কিন্তু টিকতে পারেনি। আপনারা যদি জনগণের বিপক্ষে যান তাহলে কিন্তু আপনারাও টিকতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট