ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি অস্ত্র হাতে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছেন। পরে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কোটালীপাড়ার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কুশলা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
কুশলা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আহম্মদ হোসেন মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুব আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আ. হাকিম খলিফা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, সাবেক ছাত্রদল নেতা এফ এম অনামিকা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব খান, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হালদার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কামাল হোসেন রউফকে সভাপতি ও সেলিমুজ্জামান ঠান্ডাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।