ডেস্ক রিপোর্ট
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে থেকে বৃষ্টি পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে।
অন্যদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলায় অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার রয়েছে।