ডেস্ক রিপোর্ট
দেখতে ভয়ানক এক প্রাণী নেকড়ে। অনেকে চেনেন মানুষখেকো প্রাণী হিসেবেই। ভয়ানক এই নেকড়ের হামলা নিয়ে বিশ্বের অনেক দেশেই বেশকিছু ঘটনা ঘটেছে। এবারে এই প্রাণীর হামলাসহ বেশকিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচে। প্রায় দুই মাস ধরে উত্তরপ্রদেশের বাহরাইচ ও সিতাপুর জেলায় এদের দাপিয়ে বেড়ানোর খবর পাওয়া গেছে। তাদের হামলায় ইতোমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আটজন শিশু। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৪ জন। এই পরিস্থিতিতে খাঁচা পেতে ৪টি নেকড়েকে ধরা হলেও, দুটি এখনো হাতের নাগালে পাননি তারা।
বৃহস্পতিবার রাতেও এক বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। জানা যায়, ঘরের ভিতর ঢুকে ১২ বছরের এক ঘুমন্ত কিশোরকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে নেকড়ে। ওই মুহূর্তে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যেরা জেগে উঠলে শিকার ছেড়ে নেকড়ে পালিয়ে যায়।
এই অবস্থায় নেকড়ের হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এই ঘটনার জের ধরে বাহরাইচের প্রায় ৩৫টি গ্রাম আতঙ্কে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নেকড়ে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এতে করে সাধারণ জনগণ কিছুটা আশ্বস্ত হতে পেরেছেন।