পিরোজপুর প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে রিজার্ভ পুকুরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতিয় ও দলীয় পতকা উত্তলনের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাচ্চু, নজরুল ইসলাম, মোহাম্মদ ত্বহা, মলাদ জোমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো: ওয়াসিম মন্নান উৎপল, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম বাপ্পি, পৌর যুবদলের সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবয়ক মো: শাহিরাজ প্রমূখ। পরে বিএনপির’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিখিত লিফলেট ভান্ডারিয়া শহরের ব্যবসায়ী ও সাধরণ জনগণের হাতে হাতে পৌছে দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।