ডেস্ক রিপোর্ট
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যা থেকেই বৃষ্টি ঝরছে। ঢাকায় বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এত বৃষ্টির পরও একটা ভ্যাপসা গরম রয়ে গেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে সাধারণত শীতল ও উষ্ণ বৃষ্টি হয়। সাধারণত জুন মাসের আগে শীতল বৃষ্টি হয়। ওই সময় বায়ুস্তরের অনেক ওপরে বৃষ্টির সৃষ্টি হয় বলে তা শীতল হয়। আর এখন যে বৃষ্টি হচ্ছে তা বায়ুস্তরের অনেক নিচে সৃষ্টি হয়, তাই এই বৃষ্টির প্রভাবে দ্রুত পরিবেশ ঠান্ডা হয় না। এটাকে উষ্ণ বৃষ্টি বলা হয়।’
ওমর ফারুক বলেন, ‘লঘুচাপের প্রভাবে কিন্তু বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি হচ্ছে না। এটি বায়ুস্তরের ওপরে ঘূর্ণিবাতাসের কারণে হচ্ছে। এই ঘূর্ণিবাতাস লঘুচাপে রুপ নিতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে। তবে আস্তে আস্তে তা কমবে।’