1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

বৃষ্টির দিনে ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর?

                 
                     
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেও রাজধানীর অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, এমন পরিস্থিতিতে ঢাকার বায়ুদূষণ মাঝারি অবস্থায় রয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৩ নম্বরে রয়েছে ঢাকার নাম। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিলের সাও পাওলো শহর (১৩৫ স্কোর)।

এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (১১৮ স্কোর)। তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১১৭ স্কোর) আর য়থাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত বায়ুদূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। যেমন- এনও২, সিও, এসও২, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫) এবং ওজন (ও৩)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট