ডেস্ক রিপোর্ট
মিরপুর থেকে বিদেশে পাচারকালে চার মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন বিভাগের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও মিরপুরের শাহআলী থানার যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরপুরের শাহআলী এলাকার মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে থেকে একজন বন্যপ্রাণী পাচারকারী আটকসহ ৪টি মুখপোড়া হনুমান ও এদের বহনকারী ১টি সিলভার কালার প্রবক্স গাড়ি জব্দ করা হয়। এরপর জব্দ গাড়িটি চেক করা হয়। এ সময় দেখা যায় গাড়ির ভিতরে পিছনের অংশে (ব্যাক ডালায়) ২টি প্লাস্টিকের বস্তায় এবং ১টি লোহার খাঁচায় ৪টি মুখপোড়া হনুমান রয়েছে (একটি মৃত বাচ্চা)। তখন গাড়ির ড্রাইভার আসামি মো. নজরুলকে (৩৫) এসব বন্যপ্রাণীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো প্রকার সদুত্তর ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নাই।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মো. নজরুল জানিয়েছেন, বান্দরবানের আলিকদম এলাকা থেকে এসব বন্যপ্রাণী সংগ্রহ করা হয়েছে। এরপর এগুলো ঢাকায় নিয়ে এসে চুয়াডাঙ্গা জেলায় পৌঁছিয়ে দেওয়া তার কাজ। যা পরবর্তীতে চুয়াডাঙ্গা সীমান্ত হয়ে ভারতে পাচার হতো।
আব্দুল্লাহ সাদিক আরও বলেন, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারা অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ ধারা লঙ্ঘনে মিরপুর শাহআলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।