ভান্ডারিয়া প্রতিনিধিঃ রাজাপুর ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি এর বাল্যবিবাহ প্রতিরোধ মূলক কমিটি ‘সজাগ দল’ এর সদস্যদের তৎপরতায় উপজেলা প্রশাসনের সহযোগিতার মাধ্যমে উপজেলার আংগারীয়া গ্রামে একটি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকার সময় আঙ্গারিয়া গ্রামের কিশোরী সানিয়া (১৭) পিতা: শাহীন খান এর বাড়িতে সানিয়ার ইচ্ছার বিরুদ্ধে তার বাল্যবিবাহ এর প্রস্ততি চলছিলো। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি এর কিশোরী সদস্যদের কাছ থেকে খবর টি জানতে পারেন উক্ত কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিতা মিত্র। তিনি সাথে সাথে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে অবহিত করেন এবং নিজে সশরীরে সেখানে উপস্থিত হয়ে ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি এর বাল্যবিবাহ প্রতিরোধ মূলক কমিটি ‘সজাগ দল’ এর সদস্যদের নিয়ে কিশোরীর বাড়িতে যান। কিশোরী সানিয়া এর বাবা মা দেশের বাহিরর থাকেন তাই দাদা মো: জাহিদ খান ও অন্যান্য অভিভাবকদের বাল্যবিবাহ এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে বুঝিয়ে কিশোরী কে বাল্যবিবাহ এর দাবানল থেকে মুক্ত করে এবং কিশোরী সানিয়া (১৭) এর লেখাপড়া পুনরায় চালু করার জন্য অভিভাবকদের অঙ্গীকার বদ্ধ করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর কাছে বিষয়টি সম্পুর্ন অবহিত করে ঘটনাস্থল ত্যাগ করেন সবাই। এমনিভাবে বিভিন্ন এলাকায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এর মাধ্যমে বাল্য বিয়ের হার শুন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, অভিভাবক সভা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ব্র্যাক