ডেস্ক রিপোর্ট
বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫৭। বৃষ্টির জন্য শুধু গত সোমবার বাতাসের মান কিছুটা ভালো ছিল। এরপর আবার দূষণ বাড়তে শুরু করে।
বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। গতকাল এ সময় ঢাকার অবস্থান ছিল অষ্টম আর স্কোর ছিল ১৫১।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ সকাল সাড়ে আটটার দিকে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। দুই শহরের স্কোর ২১৭ ও ১৮১।