ডেস্ক রিপোর্ট
পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক বনে কিছু নির্দিষ্ট গাছ (আকাশমনি, ইউক্যালিপটাস) লাগানো যাবে না। বনের ধরন অনুযায়ী গাছ লাগাতে হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো কোনো জায়গায় গাছ কাটতে গেলে অনুমতি লাগবে তা নিয়ে একটি বিধিমালা তৈরির চেষ্টা চলছে। প্রাকৃতিক বনে কিছু নির্দিষ্ট গাছ (আকাশমনি, ইউক্যালিপটাস) লাগানো যাবে না। বনের ধরন অনুযায়ী গাছ লাগাতে হবে, না হলে উদ্দেশ্য সফল হবে না।
সরকার বনকর্মীদের ঝুঁকিভাতা দেওয়ার চিন্তা করছে জানিয়ে তিনি বলেন, বনকর্মীদের ঝুঁকিভাতা দেওয়ার ব্যাপারে সরকারের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করে বনবিভাগের কাজের গতি বাড়ে। এতে কেউ বনায়ন ধ্বংসের চেষ্টা করলে বনকর্মীরা উদ্যোমী হয়ে প্রতিহত করবে।
এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, প্রায় ১ হাজার ৯০০ কিমি এলাকাজুড়ে নদীর সমীক্ষায় ১ হাজার ৩৫২টি ডলফিনের উপস্থিতি পাওয়া গেছে। এর পরিমাণ আরও বাড়াতে হবে। মিঠাপানিতে ডলফিনের পরিমাণ বাড়াতে হবে, তাতেই বুঝা যাবে নদী দূষণমুক্ত।