1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

বঁটি হাতে আইনজীবী হত্যায় অংশ নেওয়া রিপন দাশ গ্রেপ্তার

                 
                     
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে বঁটি হাতে অংশ নেওয়া রিপন দাশকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলেপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা, কর্ণফুলী থানা ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রিপন দাশ কোতোয়ালি থানাধীন পাথরঘাটা হরস চন্দ্রলেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে নগরীর চকবাজারে মেডিসিন শপ নামের একটি ফার্মেসিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। তবে রিপন দাস মামলার এজাহারভুক্ত আসামি না হলেও আলিফ হত্যায় পাওয়া ভিডিও ফুটেজে তাকে নীল রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় হাতে বঁটি নিয়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর রিপন আত্মগোপন করে, আমরা গোপন সংবাদে অভিযান চালিয়ে আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করি।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে।

পরে ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট