ডেস্ক রিপোর্ট
ফেনীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ফের নানা দুর্দশায় পড়েছেন বন্যাকবলিত মানুষ। ফেনীতে গত মাসের ১৯ আগস্ট থেকে শুরু হয়েছে বন্যা। ছাগলনাইয়ার ৬ ইউনিয়নের গ্রাম অঞ্চলের মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
বন্যার পানি নামা শুরু হাওয়ার পরই নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছেন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষ। গত ৩ দিন রোদ থাকায় মানুষ ঘরে ফিরে ফের ঘরগুলো বাসযোগ্য করে তুলতে চেষ্টা করছেন । কিন্তু গতকাল সোমবার সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে তারা আবারও ক্ষতির মুখে পড়েন।
শুভপুর ইউনিয়নের কুসুম বলেন, আমরা ফেনীর মানুষ কি পাপ করলাম, বন্যা আমাদের ছাড়ছে না। এমনিতে সব কিছু হারিয়ে অসহায় জীবনযাপন করছি। রাধানগর ইউনিয়নের ফারুক বলেন, আমরা ছাগলনাইয়া উপজেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। টানা ১০ দিন ছিলাম পানিবন্দি। আবার সোমবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এ যেন মড়ার উপর খঁড়ার ঘা।
ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ২ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গভীর সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।