মোঃ আজিম হোসেন পিরোজপুরঃ মঙ্গলবার (১০ ডিসেম্বর)পিরোজপুর পুলিশ লাইন্স ডিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খান মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার পিরোজপুর আরো উপস্থিত ছিলেন শেখ মোস্তাফিজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের পুলিশ অফিসার ফোর্স সামগ্রিক সমস্যা উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন। অতঃপর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবার, পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, জন বান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সকলকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগনের আস্থা অর্জনের বিষয় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সভা শেষে পুলিশ সুপার ভালো কাজের স্বীকৃতি সরুপ পুলিশ সদস্যদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।