1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

নারী ও তরুণদের ক্ষমতায়নে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন চালু

                 
                     
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের নারী ও তরুণদের ক্ষমতায়ন বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর সহযোগিতায়, গতিতেই সুস্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার রাজধানীর ইএমকে সেন্টারে দেশের তরুণ নারী ও পরুষের অংশগ্রহণে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান। গতিতেই সুস্বাস্থ্য এই ক্যাম্পেইনের লক্ষ্য, বাংলাদেশের নারী ও তরুণদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শারীরিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যকে উৎসাহিত করা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের নিজেদের সুস্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে যে সামাজিক প্রতিবন্ধকতাগুলো দেখা দেয়, সেগুলোকে মোকাবিলার পাশাপাশি নারীর একটি সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সমান সুযোগ পেতে উৎসাহিত করবে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন।

এসময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক এবং গতিতেই সুস্বাস্থ্য ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর, নিগার সুলতানা জ্যোতি, একজন নারী হিসেবে খেলাধুলায় সাফল্য অর্জনের পথে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তার সেই যাত্রা সম্পর্কে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন।

পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের স্বাধীনতা এখনো সংকুচিত একই সাথে সবাই শারিরীক যত্ন নিলেও আমরা কেউ মানসিক সুস্থতা নজরে দেই না ফলে সাফল্য অর্জনের প্রচেষ্টায় আমরা পিছিয়ে পরি তবে এই প্রতিবন্ধকতা রুখতে হবে। জ্যোতি আরও বলেন, খেলাধুলা আমাকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করেছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আমি আশা করি, এই ক্যাম্পেইন অনেক তরুণীকে নিজেদের ওপর বিশ্বাস স্থাপন করতে এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

ক্যাম্পেইনের অন্যান্য অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের প্রধান গায়ক জোহাদ রেজা চৌধুরী এবং অভিজ্ঞ যোগব্যায়াম প্রশিক্ষক ও ঢাকা ফ্লো-এর প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উভয়ই দেহের কর্মক্ষমতা বাড়াতে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভাষের ওপর জোর দেন।

এসময় ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান বলেন, সমাজের পূর্ণ সম্ভাবনা অর্জনের জন্য, আমাদের সকলেরই ভূমিকা রাখতে হবে যেন নারীরা, কিশোরী মেয়েরা এবং তরুণ সমাজ সমান সুযোগ পায় তাদের শিক্ষা সম্পন্ন করার, খেলাধুলায় অংশগ্রহণ করার কিংবা নিজেদের স্বপ্ন পূরণের জন্য যেন তারা সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, আগামী কয়েক মাস ধরে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের অধীনে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন আউটরিচ ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে তরুণ, নারী ও কমিউনিটির সদস্যদের সাথে ফিটনেস পেশাজীবী, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিরা একত্রিত হবেন এবং সুস্থ জীবনযাপনের প্রচার করবেন। এই ক্যাম্পেইনে পুরুষ এবং কিশোরদেরও অন্তর্ভুক্ত করা হবে, যাতে তারা নারীর ক্ষমতায়ন ও কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট