1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ধুলায় ধূসর ঢাকা, দূষণ রোধে প্রয়োজন আগাম উদ্যোগ

                 
                     
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্কঃ  ঢাকার বাতাস ধুলায় ভরে গেছে। নভেম্বরে বৃষ্টি না থাকায় গত কয়েক দিন ধরেই বাতাসে ধুলার উপস্থিতি বেশি মনে হচ্ছে। রাজধানীতে উন্মুক্ত আকাশের দিকে তাকালে বাতাসে ধুলার স্তর দেখা যাচ্ছে। বেসরকারি বায়ু গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস বলছে, গত ৯ বছরের হিসেবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির এই সময়ের বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর হয়ে থাকে। চলতি বছরের ১৬ নভেম্বর ঢাকার বাতাসের মান বা একিউআই ২৬৯-তে উঠেছে, সারা বছরের গড় বায়ুমান সূচকে গত জানুয়ারি মাসে যা ছিল ২৬০। অস্বাস্থ্যকর বায়ুর কারণে শীতের আগমনের আগেই মানুষের মধ্যে নানা অসুখ-বিসুখ দেখা দিচ্ছে।

বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ ২৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মাত্রা ছিল ১৮২, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে আছে। প্রথম স্থানে আছে বসনিয়া হার্জেগোভিনা (২৬৫), দ্বিতীয় অবস্থানে আছে লাহোর (১৯০), এদিকে, মঙ্গলবার সকালে এই মাত্রা ছিল আরও বেশি, ঢাকায় ছিল ২৩৪, তবে অবস্থান ছিল চতুর্থ।

বিশেষজ্ঞরা বলেন, এ মানমাত্রা ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস)  হিসেবে, চলতি বছর গত ১৬ নভেম্বর বাতাসের মান ছিল সব চাইতে বেশি খারাপ। ওই দিন ঢাকার বায়ুমান সূচক বা একিউআই ছিল ২৬৯। যা চলতি বছরের মধ্যে সব চাইতে বেশি।

গত ৯ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে বায়ুমান সূচকে জানুয়ারির বায়ু সবচাইতে বেশি অস্বাস্থ্যকর। তবে বছরের ১২ মাসের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাসের বাতাস সব চাইতে অস্বাস্থ্যকর থাকে।

ঢাকার আমেরিকান দূতাবাসের গত ৯ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি মাসের গড় বায়ুমান সূচক হচ্ছে ২৫০। অন্যদিকে নভেম্বরে যা থাকে ১৭৭,  ডিসেম্বরে ২১৮ এবং ফেব্রুয়ারিতে ২২১। সারা বছরের অন্যান্য মাসের তুলনায় দূষণের পরিমাণ এই সময়ে সব চাইতে বেশি।

তবে ২০২১ সালের গড় বায়ুমান সূচক ১৫৯, ২০২২ সালের পর বায়ুমান সূচক ১৬০ এবং ২০২৩ সালের গড় বায়ুমান সূচক ১৭১। গত ১০৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি দূষিত বায়ু ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে ২৮১ এবং সর্বনিম্ন গড় বায়ুমান সূচক ছিল ২০২১ সালের জুলাই মাসে ৭৬।

বাতাসের অস্বাস্থ্যকর এই অবস্থা কেন— এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে নভেম্বর মাস প্রায় বৃষ্টিশূন্য ছিল। বৃষ্টি না হওয়াতে রুক্ষতা বেড়ে গেছে। গাছের পাতা ঝরাও এই সময়ে শুরু হয়েছে। ফলে গাছের যে পাতা ধুলা ধরে রাখতো তার হার কমে যাওয়াতে বাতাসে ধুলার পরিমাণ বেড়েছে। অন্যদিকে শীত শুরু হওয়াতে নির্মাণ কাজ শুরু হয়েছে। সাধারণত শীতের এই সময়কে নির্মাণ মৌসুম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

ক্যাপসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন,  রাস্তা খোঁড়াখুঁড়ি ও সংস্কারকাজ, মেগা প্রকল্প, আশপাশের ইটভাটা, ছোট-বড় কয়েক হাজার শিল্প-কারখানা, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং ময়লা-আবর্জনা পোড়ানো—এসব কারণে শহর দূষণের অন্যতম কারণ হিসেবে পরিলক্ষিত হয়। বায়ুদূষণ রোধে সাবেক সরকারের আমল থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছিল। সেগুলোর এখন কার্যকর উদ্যোগ নিতে হবে। দ্রুত পদক্ষেপ না নিলে ডিসেম্বর মাসের দূষণের পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

এদিকে, শীতে সব চাইতে প্রকট আকার ধারণ করে এলার্জি। সাধারণত যাদের ডাস্ট এবং কোল্ড এলার্জি থাকে তারা শীতে সব চাইতে বেশি কষ্ট করেন। এক দিকে ঠান্ডা আরেক দিকে বাতাসে ধুলাবালির বেশি উপস্থিতি ঢাকার মানুষকে বেশি ভোগায়। কোভিড-১৯ এর পর ঢাকাসহ সারা বিশ্বের মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। এখন বায়ু দূষণের দিন শুরু হওয়াতে আবারও মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে করে কিছুটা হলেও মানুষ স্বস্তিতে থাকবে বলে মনে করা হচ্ছে।

বায়ুদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ুদূষণে তিন ধরনের ক্ষতি হয়— তাৎক্ষণিক, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। তাৎক্ষণিক ক্ষতির মধ্যে যাদের শ্বাসতন্ত্রীয় রোগগুলো। হাঁচি, কাশি, হাঁপানি—এসব রোগ যাদের আছে সেগুলো বেড়ে যায়। অ্যালার্জি বেড়ে যায়। ফাঙ্গাল ইনফেকশন জাতীয় রোগগুলো বাড়ে। ফুসফুসের প্রদাহ বাড়ে, নিউমোনিয়া, যক্ষ্মা বাড়ে। মধ্যমেয়াদে এই অসুখগুলো বাড়তে বাড়তে ফুসফুসের সম্প্রসারণ ও প্রসারণ ক্ষমতা কমে যায়। পাশাপাশি বায়ুদূষণের মূল কারণ যে ক্ষুদ্র কণা, সেগুলো ফুসফুসের রন্ধ্রগুলো ছোট করে দেয়। পাশাপাশি রক্তে মিশে গিয়ে লিভার ও কিডনি অকার্যকর করে। দীর্ঘমেয়াদি সমস্যার প্রধান শঙ্কা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। তাই এ বিষয়ে সচেতনতা ও সাবধানতা খুব জরুরি। বড় ক্ষতির মধ্যে গর্ভবতীদের গর্ভপাত হবার আশঙ্কাও বেড়ে যায়, মায়ের পেটে শিশুর ওজন কম হবার প্রবণতাও এখন দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট