বিশেষ প্রতিনিধিঃ বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ এখনো চলছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। অর্থাৎ, দুই ঘণ্টায়ও শিক্ষার্থীদের সংঘর্ষ থামেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সাড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপরপক্ষকে ধাওয়া দিচ্ছে, ইটপাটকেল ছুড়ছে। ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত।ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে সিটি কলেজ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে আক্রমণ করে একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন।
দুপুরের পর ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কলেজের শিক্ষার্থীরা ওই বাসে হামলা ও ভাঙচুর চালান। এ খবর ঢাকা কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে সিটি কলেজে যান। এরপরে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাব এলাকা দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।
এদিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। তারা হলেন- মো. শাহরিয়ার (২২), মোহাম্মদ নূর হোসেন (২৪), মোহাম্মদ তুষার (১৮) ও অনিম (২১)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।