ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত। আর সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে সকল পর্যায়ে নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আয়োজিত এক সদস্য (রুকন) সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত নেতারা নিজের জীবন বিপন্ন করে দেশ মাতৃকার জন্য লড়াই করেন। দুনিয়ার সকল প্রকার লোভ লালসাকে পায়ে মাড়িয়ে নিরলসভাবে কাজ করে যায়। দুনিয়ার প্রতিটি মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং যারা দায়িত্ব পালনে অবহেলা করবে পরকালে তাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আজাদ বলেন, নতুন বাংলাদেশ গঠনে জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দেশকে অস্থির করার। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে যেভাবে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে, বর্তমানেও মোকাবিলায় ঐক্যবদ্ধ আছে।
তিনি বলেন, একটি আধুনিক জনকল্যাণমূলক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশে জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলছে। একমাত্র জামায়াতই পারবে দুর্নীতিমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শরীয়তপুর জেলা আমির মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফরিদপুর অঞ্চল পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল ভরাটি, মাওলানা খলিলুর রহমান টিম সদস্য ফরিদপুর অঞ্চল, ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রব হাশেমী বলেন, জামায়াত নেতা হবে সৎ, কর্মচঞ্চল ও আল্লাহ ভীরু। জামায়াত নেতার দায়িত্ব কেউ স্বেচ্ছায় পালন করতে চায় না। তারা দায়িত্বকে জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ময়দানে কাজ করে। জামায়াতের একজন রুকন সমাজের একজন উত্তম বিচারক, সমাজ সেবক ও সংগঠক। তারা সবসময় দেশ ও দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যায়।