ডেস্ক রিপোর্ট
সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।
রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি লিখেন, রোববার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
অপরদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (১ অক্টোবর) থেকে বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রা কমতে পারে।
বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।