1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

‘আ.লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই’

                 
                     
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন,অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি। আওয়ামী লীগকেও এ দেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শুক্রবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। এভাবে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের দূরত্ব সৃষ্টি করেছে। পতনের পর হাসিনার বিরুদ্ধে এ দেশের মানুষ খুন ও দুর্নীতির মামলা করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব- ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ আত্মদান-রক্তদানের মধ্য দিয়ে আমরা গত ৫ আগস্ট এ দেশের নতুন স্বাধীনতা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত হয়েছি। ইতিহাস প্রমাণ করে- বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার সুফল ঘরে তোলাও ততটা কঠিন।

তিনি আরও বলেন, বিজয়ের আনন্দে উদ্বেলিত হলে চলবে না। আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যে থাকতে হবে। এখনই পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সে ফ্যাসিবাদকে আবারও রাজনীতিতে পুনর্বাসন হওয়ার সুযোগ দেওয়া যাবে না। কোনোভাবেই ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাইদ নোমান ও মাওলানা ওযায়ের আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট