অনলাইন ডেস্কঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, আহম্মদ ফয়সাল মঞ্জুর সম্মামনা ও ক্রেস্ট গ্রহণ করেছেন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বরিশাল জেলা প্রশাসন।
সোমবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর মুক্তিযোদ্ধাকে (মরণোত্তরসহ) সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় প্রয়াত, বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযুদ্ধকালীন সময়ে ৯নং সেক্টরের বেসামরিক প্রধান, নূরুল ইসলাম মঞ্জুর্। তাঁর জ্যেষ্ঠ পুত্র আহম্মদ ফয়সাল মঞ্জুর এ সম্মামনা ও ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক উপস্থিত ছিলেন।