1. live@www.amarporebesh.com : news online : news online
  2. info@www.amarporebesh.com : আমার পরিবেশ :
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! আমার পরিবেশ সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

আবারও বাড়তে পারে বৃষ্টি

                 
                     
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

চলতি বছর বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু তবে আবারও বাড়তে পারে বৃষ্টিপারে প্রবণতা। একই সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ওয়েবসাইটে এ সব তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানায়, রোববার (১৩ অক্টোবর) রংপুর ও রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের অধিকাংশ এলাকা হতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এ বছরের মত বিদায় নিয়েছে। দেশের বাকি এলাকা হতে মৌসুমি বায়ু আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিতে পারে।

মৌসুমি বায়ু বিদায় নিলেও আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হতে পারে এবং যা চলমান থাকতে পারে রোববার (২০ অক্টোবর) পর্যন্ত। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহসহ সিলেট বিভাগেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে এই সংস্থাটি।

মৌসুমি বায়ু বিদায় নিলেও মূলত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সংস্থাটির ধারণা, লঘুচাপটি দক্ষিণ ভারতে আঘাত করতে গেলে এর একটি অক্ষরেখা বাংলাদেশ বরাবর বিস্তৃত হতে পারে।

সংস্থাটির আরও জানায়, রোববার (১৩ অক্টোবর) রাতে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্ট হয়। যা ক্রমান্বয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২-৩ দিনের মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে ১৬-১৭ অক্টোবর লঘুচাপে পরিণত হতে পারে এবং দক্ষিণ ভারতীয় উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট